
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

আরও পড়ুন
ঘাটাইলে ট্রাকের চাপায় মামুন (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে রিয়েল নামে আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ঘাটাইলের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
মামুন নাগরপুর থানার রামচন্দ্রপুর থানার সুলতান মিয়ার ছেলে। মামুন ও
রিয়েল করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে পড়ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক শফিকুল ইসলাম শফি জানান, রাত ৮টার দিকে
মোটরসাইকেল করে দুজন ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংলাদেশ
প্রাথমিক শিক্ষক সমিতির সামনে আসলে ব্যাটারিচালিত অটোরিকশা যানটিকে ধাক্কা দেয়। এতে
মোটরাসাইকেলের দুই আরোহী রাস্তায় পড়ে যায়। এ সময় পেছনের দিক থেকে আসা ট্রাকের চাকায়
পৃষ্ট হয়ে মামুন ঘটনাস্থালেই মারা যায়।
স্থানীয়রা আহত রিয়েল করে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে
তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা
গেলেও এর চালক পালিয়ে গেছে।’