Logo
Logo
×

সারাদেশ

সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মজিবর রহমান হাওলাদার (৬২) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার নলছিটি-দপদপিয়া সড়কের খোঁজাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মজিবর রহমান বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের মো. হাশেম হাওলাদারের ছেলে। তিনি তিমিরকাঠি দারুল ইসলাম হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই শিক্ষক বৃহস্পতিবার সন্ধ্যার পরে একটি ভাড়ার মোটরসাইকেলে নলছিটি শহর থেকে দপদপিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে খোঁজাখালি নামক স্থানে মোটরসাইকেলটি সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের চালক ও পেছনে বসা মো. মজিবর রহমান গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালক মো. রাসেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম