Logo
Logo
×

সারাদেশ

২০২৩ সাল পর্যন্ত ডিগ্রিধারীরা পাবেন চবির ৫ম সমাবর্তন

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

২০২৩ সাল পর্যন্ত ডিগ্রিধারীরা পাবেন চবির ৫ম সমাবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। অনলাইনে সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ মার্চ।

আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে যুগান্তরকে জানিয়েছেন সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান যুগান্তরকে বলেন, ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে দীর্ঘদিন সমাবর্তন না হওয়ার কারণে এ সংখ্যাটা বিশাল হওয়ায় কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের সর্বশেষ তারিখ পর্যন্ত দেওয়া হবে। সমাবর্তনের অতিথি বা বক্তা কারা থাকবেন তা নিয়ে আলোচনা চলছে।

বুধবার সকাল ৯টায় উপাচার্যের অফিস কক্ষে ৫ম সমাবর্তন আয়োজন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

সভায় সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ চবির ৪র্থ সমাবর্তন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম