Logo
Logo
×

সারাদেশ

আম-লিচু সংশ্লিষ্টদের নিয়েই দিনাজপুরে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

আম-লিচু সংশ্লিষ্টদের নিয়েই দিনাজপুরে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

‘আম-লিচুতে ভরপুর, জেলা মোদের দিনাজপুর’। আম-লিচুর এই জেলায় আম-লিচুসহ বিভিন্ন ফলমূল সম্প্রসারণ ও উৎপাদনের জন্য যারা সবসময়ই কাজ করে চলেছেন, সেসব কৃষি গবেষক, কৃষিবিদ, বাগান মালিক ও সংশ্লিষ্টদের নিয়েই দিনাজপুরে এবার উদযাপিত হয়েছে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব।

যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিকালে দিনাজপুর হর্টিকালচার সেন্টার উদ্যানে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. এজামুল হক।

দৈনিক যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল আহসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- লিচুচাষি শফিকুল ইসলাম, আমচাষি সাইফুল ইসলাম, যুগান্তরের বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিরল প্রতিনিধি আতিউর রহমান আতিক, বিরামপুর প্রতিনিধি মশিহুর রহমান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মো. এজামুল হক বলেন, শুরু থেকেই দেখেছি যুগান্তর সব সময়ই নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা বলে আসছে। আর এ কারণেই যুগান্তর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, কৃষিপ্রধান এই বাংলাদেশে কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমার ধারণা দৈনিক যুগান্তর এ কথাটিকে গুরুত্ব দিয়েই এরকম একটি স্থানে এসে কৃষি সংশ্লিষ্টদের নিয়ে এই রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। এজন্য তিনি যুগান্তর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি দিনাজপুরে কৃষিক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার কথাগুলো দৈনিক যুগান্তরে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়। এর আগে একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম