Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরের পলাতক সেই আওয়ামী লীগ নেতা আটক

Icon

পাবনা ও ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

ফরিদপুরের পলাতক সেই আওয়ামী লীগ নেতা আটক

এলাকাবাসীর বাধার মুখে আটকে ব্যর্থ হওয়ার চার দিন পর পাবনার ফরিদপুরের সেই আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে ফের আটক করেছে জেলার ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে পাবনা শহরের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। 

আব্দুল জলিল পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য। 

এর আগে ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকা থেকে তাকে আটক করেছিল ডিবি ও থানা পুলিশের একটি দল। কিন্তু আব্দুল জলিলের স্বজন ও এলাকাবাসীর প্রতিবাদের মুখে সেদিন তাকে ছেড়ে দেওয়া হয়। 

পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির জানান, আব্দুল জলিল আগে চাটমোহর থানার একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলায় তাকে আটক করতে যায় পুলিশ। পরে ২৩ ফেব্রুয়ারি তাকে আটক করতে যাওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরিদপুর থানা পুলিশ ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এ মামলায় ১০ জনকে আটক করা হয়। 

পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির জানান, জলিলকে ফের আটক করতে মাঠে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে পুলিশের একাধিক টিম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুর জলিল ডিবি হেফাজতে ছিলেন। 

এদিকে আব্দুল জলিলের স্বজনরা জানান, বৃহস্পতিবার জলিল আদালতে আত্মসমর্পন করতে পাবনায় এসেছিলেন।

এদিকে বুধবার পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হয় বলে পুলিশ জানায়। পাবনা থানার ওসি আব্দুস সালাম জানান, সুলতানকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম