Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর আদালতে হামলা ও অপহরণ: ৬৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

গাজীপুর আদালতে হামলা ও অপহরণ: ৬৩ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর আদালত চত্বরে হামলা ও অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী মো. মিলন মিয়া বুধবার রাতে গাজীপুর সদর মেট্রো থানায় ওই মামলা দায়ের করেন।

মামলায় বাবা-ছেলেসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, বুধবার সকালে শ্রীপুর থানার একটি মামলায় স্থায়ী জামিন নিতে আদালতে যান মিলন মিয়া ও তার ভাই বাবুল মিয়াসহ ১৩ জন। স্থায়ী জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার মুহূর্তে অতর্কিত হামলার শিকার হন তারা।

হামলায় শ্রীপুরের তেলিহাটি এলাকার এসএম নাজমুল হক (৩৫), এসএম এনামুল হক নাঈম (৩০) ও তাদের পিতা মো. শহিদুল্লাহসহ (৬০) আরও ৫০-৬০ জন তাদের ওপর সশস্ত্র দুর্বৃত্তরা  মামলা করেন এবং দুই সহোদরকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় আইনজীবী সহকারী আইয়ুব মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়।

এদিকে আদালতপাড়ায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচির পালন করে সর্বদলীয় আইনজীবী পরিষদ। দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে সংঘটিত ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম