Logo
Logo
×

সারাদেশ

গভীর রাতে ট্রাকে আগুন, চালকের আসনে ঘুমন্ত কিশোরের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

গভীর রাতে ট্রাকে আগুন, চালকের আসনে ঘুমন্ত কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন লেগে সাইমন মিয়া (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার গভীর রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের  সদর উপজেলার সতাল এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত সাইমন সতাল এলাকার জনৈক লোকমান মিয়ার ছেলে।

মৃত সাইমনের প্রতিবেশী মাসুদ রানা জুয়েল জানান, ওই ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি পার্কিং করা হয়। আর সেখানে চালকের আসনে ঘুমায় নাঈম। গভীর রাতে একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে গেলে সে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তবে সেখানে পৌঁছার পর দেখেন, এলাকাবাসী আগেই আগুন নিভিয়ে ফেলেন। ওই ট্রাকের সামনের চালকের আসন থেকে  গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় সাইমনকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা গেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে- কয়েল অথবা সিগারেটের আগুন থেকে ট্রাকটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম