Logo
Logo
×

সারাদেশ

খাদ্য অফিসের অনিয়ম নিয়ে ছাত্রদল নেতার ফেসবুক লাইভ

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

খাদ্য অফিসের অনিয়ম নিয়ে ছাত্রদল নেতার ফেসবুক লাইভ

পটুয়াখালীর দশমিনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন রাকিবুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা। তিনি চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বুধবার রাতে ওই ছাত্রদল নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে অনিয়মের অভিযোগ করেন।

 

ফেসবুক লাইভে তিনি বলেন, তার বোনজামাই আসাদুল ইসলাম চরবোরহান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবের হাট এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। নিয়ম অনুযায়ী তার (বোনজামাই) ব্যাংকের প্রত্যয়নসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেন।

 

রাকিবুলের অভিযোগ, তার বোনজামাই যে এলাকার ডিলার নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন সেখানে তিনি (বোনজামাই) ছাড়াও আরিফুর রহমান নামে মাত্র একজন আবেদনকারী ছিলেন। খাদ্য অফিসের লোকজন আরিফুর রহমানকে ডিলার পাইয়ে দেওয়ার জন্য টাকার বিনিময়ে তার বোনজামাইয়ের আবেদনে ব্যাংকের প্রত্যয়ন নেই দেখিয়ে তা বাতিল করেন। টাকার বিনিময়ে তার বোনজামাইয়ের আবেদন বাতিল করে আরিফুর রহমানকে একক আবেদনকারী দেখিয়ে বুধবার ডিলার নিয়োগ দেওয়া হয়।

 

অন্যদিকে বৃহস্পতিবার রাকিবুলের বোনজামাই আসাদুল ইসলাম তার আবেদন বহাল, লটারির মাধ্যমে ডিলার নিয়োগ ও খাদ্য অফিসের অসাধু কর্মকতাদের বিচার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহমুদুল হাসান সিকদার (অতিরিক্ত) বলেন, টাকার বিনিময়ে কাগজপত্র সরানো ও ডিলার পাইয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য। লটারির মাধ্যমে স্বচ্ছভাবে ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে।

 

ইউএনও ইরতিজা হাসান বলেন, ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। লিখিত অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম