Logo
Logo
×

সারাদেশ

আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ২৯ জেলে

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ২৯ জেলে

কক্সবাজার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট হয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৯ বন্দি জেলে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ও ১৪ জন এফডিএমএন (রোহিঙ্গা ক্যাম্পের) সদস্য। 

বৃহস্পতিবার বিকালে তারা দেশে ফিরেছেন বলে এক সংবাদে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) সহযোগিতায় আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা গত ১১ ও ২০ ফেব্রুয়ারিতে নাফ নদী ও সাগরে মাছ শিকার করতে গেলে ভুলবশত জলসীমা অতিক্রম করলে ৬টি ইঞ্জিনচালিত বোটসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলী জানান, জেলেদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে দেওয়ায় বিজিবিসহ সবাইকে ধন্যবাদ জানাই। তবে ভবিষ্যতে জেলেদের নিরাপত্তার জন্য যেন সংশ্লিষ্ট প্রশাসন নাফ নদী ও সাগরে যেন টহল আরও জোরদার করেন সেই কামনা করছি। 

মিয়ানমার আরাকান আর্মির বন্দিশালা হতে ফিরে আসতে সহযোগিতা করায় ফিরে আসা জেলেরা যেমন খুশি, তেমনি বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেদের স্বজনরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম