Logo
Logo
×

সারাদেশ

৫৩ মেট্রিক টন তেল মজুত, ম্যানেজারকে দণ্ড

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

৫৩ মেট্রিক টন তেল মজুত, ম্যানেজারকে দণ্ড

ময়মনসিংহে অভিযান চালিয়ে ৫৩ মেট্রিক টন ভোজ্য তেল মজুত করার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়।

এ সময় এনজি এন্টারপ্রাইজের ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে (২৭) কারাদণ্ড দিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বি।

তিনি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রেখেছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এনজি এন্টারপ্রাইজের গোডাউনে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৫৩ মেট্রিক টন পাম তেল পাওয়া যায়; কিন্তু এনজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিলন বালা পালকে না পাওয়ায় ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তেলগুলো ন্যায্য দামে বিক্রয় করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ  রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম