Logo
Logo
×

সারাদেশ

বরিশালে লাইসেন্সের দাবিতে থ্রি হুইলার চালকদের বিক্ষোভ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

বরিশালে লাইসেন্সের দাবিতে থ্রি হুইলার চালকদের বিক্ষোভ

বরিশালে লাইসেন্স ও প্রকৃত থ্রি হুইলার চালকদের নম্বরপ্লেট দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল চত্বরে এ সমাবেশ করেন চালকরা।

সমাবেশে ২০২৪ সালের প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স প্রদান ও বিগত স্বৈরাচার আমলে বরিশালে দুর্নীতি দলবাজির মাধ্যমে সিটি করপোরেশনের দেওয়া টোকেনের নবায়ন বন্ধ করে প্রকৃত থ্রি হুইলার চালকদের নম্বরপ্লেট দেওয়ার দাবি জানান বক্তারা। 

নেতারা বলেন, অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত বৈধ লাইসেন্স চালু করাই হলো এই সংকটের একমাত্র সমাধান। তার আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে বরিশাল সিটি করপোরেশন যদি কোনো উদ্যোগ নিতে চায়, তাহলে অবশ্যই তা বরিশালে কর্মরত লড়াই সংগ্রামের সংগঠনগুলোকে নিয়ে করতে হবে, স্বৈরাচারের দালালদের নিয়ে নয়। 

বক্তারা অবিলম্বে বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতি দলবাজির মাধ্যমে দেওয়া টোকেনের নবায়ন বন্ধ করে প্রকৃত চালকদের নম্বরপ্লেট দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রতি আহবান জানান।

রিকশা-ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল রিকসা ভ্যান শ্রমিক চালক ইউনিয়ন (২৩২৪)-এর সাংগঠনিক সম্পাদক শহিদ শেখ, রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন (২৩২৪)-এর দপ্তর সম্পাদক আ. রাজ্জাকসহ নেতারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম