Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। 

তিনি জানায়, বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পরে সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। তবে তিন ডাকাত পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে দুটি টর্চলাইট, একটি রামদা, একটি বড় দা, একটি বড় চাইনিজ কুড়াল, একটি কাটার, একটি কাটের লাঠি ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। 

আটক পাঁচ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। 

দুর্ধর্ষ এই আন্তঃজেলা ডাকাত দলকে আটক করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম