Logo
Logo
×

সারাদেশ

চা বাগানে মিলল অটোচালকের গলাকাটা লাশ

Icon

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

চা বাগানে মিলল অটোচালকের গলাকাটা লাশ

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারার চা বাগান থেকে বেলাল নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিউ দাঁতমারা চা বাগানের ১নং গেইটের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত বেলাল (৪০) বাগানবাজার ইউনিয়েন ২নং ওয়ার্ড গার্ডের দোকানের বাসিন্দা শরফত উল্লাহর ছেলে। 

কয়েক বছর ধরে তিনি দাঁতমারা ইউনিয়নের বটতলি নামক স্থানে সরকারি আশ্রয়ণে পরিবার নিয়ে বসবাস করতেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চা বাগানের শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজে গেলে দুর্গন্ধ পেয়ে সামনে গিয়ে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।

নিহতের ভায়রা মামুন বলেন, নিহত বেলাল গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত থেকে নিঁখোজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে চা বাগানে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে বেলালের লাশটি চিহ্নিত করি। কিন্তু তার সঙ্গে থাকা অটোরিকশার কোনো হদিস পাওয়া যায়নি।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, দাঁতমারা ইউনিয়নে একটি লাশের সন্ধান পেয়েছি। সেখানে আমাদের একটি টিম অবস্থান করছে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম