Logo
Logo
×

সারাদেশ

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

রাঙামাটির রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে উচ্চসিং মারমা (৪৯) নামে প্রাণ গেছে স্থানীয় এক কৃষকের। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজস্থলী উপজেলার গইন্দ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেইথাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিজ জমিতে কাজে যাওয়ার পথে হঠাৎ একটি বন্যহাতির সামনে পড়েন উচ্চসিং মারমা। এ সময় দৌঁড়ে পালানোর সময় তার ওপর আক্রমণ চালায় বন্যহাতি। এতে হাতিটির পায়ের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যান উচ্চসিং মারমার শরীরের বিভিন্ন অংশ। পরে হাতিটি জঙ্গলে চলে গেলে তার লাশ উদ্ধার করে নিয়ে যান স্থানীয় লোকজন। 

স্থানীয় বন কর্মকর্তা তুহিন তঞ্চঙ্গ্যা জানান, ওই এলাকায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী, বন্যহাতির আক্রমণে কোনো ব্যক্তির সরাসরি মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আইন রয়েছে।

রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্যহাতির আক্রমণের শিকার উসাচিং মারমার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম