Logo
Logo
×

সারাদেশ

অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে মিজানুর রহমান (১০) নামে এক শিশু ছিটকে ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।

কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চেপে যাচ্ছিল। সে যে অটোরিকশায় ছিল সেটিকে পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক-হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম