Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয়ে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, মাদ্রাসাছাত্র গ্রেফতার

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

বিদ্যালয়ে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, মাদ্রাসাছাত্র গ্রেফতার

নাটোরের সিংড়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত আবু বক্করকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার বিজয়নগর গ্রামের ভ্যানচালক আবু হানিফের ছেলে ও পিপলসন কওমি মাদ্রাসার কিতাবখানার ছাত্র বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে ৮ বছরের তৃতীয় শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে বিজয়নগর গ্রামের একটি মাদ্রাসার ফাঁকা কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মাদ্রাসা শিক্ষার্থী আবু বক্কর। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক আবু বক্কর পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ধর্ষক আবু বক্কর এর আগেও মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় সিংড়া উপজেলার নিঙ্গইন গ্রামের একটি মেয়েকে নিয়ে উধাও হয়। তাকে পালিয়ে বিয়ে করলেও পরবর্তীতে তাদের তালাক হয়ে যায়। এছাড়াও অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মেয়েদের রাস্তা-ঘাটে বিভিন্ন সময় উত্ত্যক্তের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম