Logo
Logo
×

সারাদেশ

দুমকীতে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

Icon

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

দুমকীতে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকীতে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগান্তরের ২৬ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান।

অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের দুমকী উপজেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম। দুমকী প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন মিরাজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, দুমকী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, পিরতলা বাজার বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার, দুমকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের নেতা, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজন শেষে অতিথিরা এক প্রীতিভোজে মিলিত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম