Logo
Logo
×

সারাদেশ

সত্য ও সাহসী সংবাদ প্রকাশ করে যুগান্তর মানুষের আস্থা অর্জন করেছে

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

সত্য ও সাহসী সংবাদ প্রকাশ করে যুগান্তর মানুষের আস্থা অর্জন করেছে

দৈনিক যুগান্তর মানুষের মনে জায়গা করে নিয়েছে। সত্য কথা বলতে ও সঠিক নির্ভীক সাংবাদিকতা দিয়ে যুগান্তর এগিয়ে এসেছে অনেক কাছে। গণমানুষের পত্রিকা হিসেবে সব শ্রেণির মানুষের কাছে জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উৎসব উপলক্ষে স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ও কেক কাটার আয়োজন করে।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- যুগান্তরের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল ও সাদুল্লাপুর প্রতিনিধি সোলায়মান সরকার।

প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- নাট্যকার ও সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক নারী ফোরামের নেত্রী রাহেলা সিদ্দিকা, নাট্য ব্যক্তিত্ব ও আবৃতিকার শাহনাজ আমিন মুন্নি, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, শামীম সরদারসহ অন্যরা। পরে কেক কেটে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বক্তারা বলেন, জুলাই-বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সময় দৈনিক যুগান্তরের ভূমিকা ছিল গণমানুষের পক্ষে। আন্দোলনের পক্ষে সত্য সংবাদ প্রকাশ করে মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনে দেশের মানুষের মঙ্গল ও রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি তুলে ধরে মানুষের সঙ্গে থাকবেন- এই প্রত্যাশা করেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আগামীর দিনগুলোতে যুগান্তর ভালো ভূমিকা রাখবেন- এই কামনা করেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম