Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর অন্যায়ের কাছে মাথা নত করে না

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম

যুগান্তর অন্যায়ের কাছে মাথা নত করে না

কাউনিয়ায় কেক কেটে পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সামিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সামসুজ্জামান আজাদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছা. ফেরদৌসী আকতার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছা. রওশন আরা বেগম রত্না, উপজেলা সহকারী প্রকৌশলী মো. জাকিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, এসআই মোকছেদ আলী, স্বজন সমাবেশের উপদেষ্টা জসীম সরকার, স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক জহির রায়হান, ধর্মীয় সম্পাদক মো. মিজানুর রহমান, ঠিকাদার আলামিন, সমাজসেবক আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যুগান্তর সত্য প্রকাশে অবিচল ও অন্যায়ের কাছে মাথা নত করে না। তাই পাঠকের অন্তরজুড়ে জায়গা দখল করে নিয়েছে যুগান্তর। যুগান্তর আরও দুর্বারগতিতে এগিয়ে যাবে বহুদূরের পথ এ আশা পাঠক মহলের।

অনুষ্ঠান শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একইসঙ্গে যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম