Logo
Logo
×

সারাদেশ

রুমিন ফারহানার অনুষ্ঠানস্থলে তিন ককটেল

Icon

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

রুমিন ফারহানার অনুষ্ঠানস্থলে তিন ককটেল

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহবান করেছে। সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

এদিকে একই দিনে একই মাঠে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপ। একই দিনে বিএনপির দুগ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা।

এর মধ্যে বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠের নির্মাণাধীন সভাস্থলের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দুগ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়- রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়।

আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।

অন্যদিকে এই আবেদনের ১০ দিন পরে একই দিনে ও একই স্থানে ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা আহবান করে আরেকটি আবেদন করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।

এদিকে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিন দিন যাবত মঞ্চ তৈরির কাজ করছিল লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন।

এ সময় ডিবসবি ও ডিজিএফআইএর লোকজন ঘটনাস্থলে গেলে কাজ বন্ধ রাখার জন্য বলেন। বিএনপির দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল উপজেলাজুড়ে। এরই ধারাবাকিতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে আশুগঞ্জ থানার এসআই মো. মোস্তকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এদিকে উদ্ধারকৃত তিনটি তাজা ককটেল সেনাবাহিনীর ডিসপোজল টিম আশুগঞ্জ থানায় এসে নিষ্ক্রিয় করে গেছেন বলে নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার এসআই মো. মোস্তাকিম পাটোয়ারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম