Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

কুড়িগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম সদরে ট্রলি উল্টে চালক আবুল হোসেন এবং উলিপুর উপজেলায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলের হালে কাটা পড়ে হারান প্রকাশ চন্দ্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ব্রিজের পূর্ব পাড়ের যাত্রাপুর সড়কে দুর্ঘটনায় আবুলের মৃত্যু হয়।

নিহত ট্রলিচালক কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আবুল ট্রলিতে করে আলু নিয়ে কু‌ড়িগ্রাম থেকে যাত্রাপুর যাওয়ার প‌থে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে বাক নিচ্ছিলেন। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অন্যদিকে, জেলার  উলিপুর উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টরের লাঙ‌লের হালে কাটা পড়ে প্রকাশের মৃত্যু হয়েছে। তি‌নি ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে। 

স্থানীয়রা জানায়,  ভাড়ায় চালিত ট্রাক্টর দিয়ে তার গ্রামের তিস্তা নদীর চরে জ‌মি চাষ করছিলেন প্রকাশ। এ সময় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে লাঙ্গলের হালে কাটা পড়েন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার আইনী সহায়তা চাইলে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম