Logo
Logo
×

সারাদেশ

সময়ের সাহসী ভূমিকা রাখায় যুগান্তর প্রশংসিত হওয়ার দাবিদার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

সময়ের সাহসী ভূমিকা রাখায় যুগান্তর প্রশংসিত হওয়ার দাবিদার

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণির বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সেন্ট মাদার তেরেজা স্কুলে স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক মনতোষ কুমার দে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না গোমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আবু তোরাব মানিক, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের সভাপতি দুলাল তিগ্যা, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক কর্মী শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যুগান্তর সময়ের সাহসী ভূমিকা রাখায় প্রশংসিত হওয়ার দাবিদার। সাহসের সংগ্রামে অটুট থাকুক- এ কামনা করেন বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম