
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পিএম
সাফল্যের পেছনে ছুটতে গিয়ে ক্লান্ত হলেও হার মানা যাবে না: আবদুল হাই শিকদার

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

আরও পড়ুন
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, সাফল্য হলো দুষ্টু মেয়েদের মতো। সে তোমাকে ধরা দেয় তো দিচ্ছে না। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে এক সময় ক্লান্ত হয়ে যাবে; কিন্তু হার মানা যাবে না। দেখবে একটা সময় সাফল্য নিজে এসে তোমার দরজায় কড়া নাড়বে।
তিনি বলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। নিজের ওপর বিশ্বাস রাখো; তা হলে তোমরা যা কিছু করতে চাও তাই করতে পারবে। এ সময় তিনি উদাহরণ স্বরূপ শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফলতার গল্প তুলে ধরেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে বৃহস্পতিবার মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল হাই শিকদার এসব কথা বলেন।
মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, প্রক্টর, সিএসই, শাহ রেজা এম ফাহাদ হোসেন, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।