Logo
Logo
×

সারাদেশ

বিকালে নিখোঁজ হয়ে সকালে লাশ

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

বিকালে নিখোঁজ হয়ে সকালে লাশ

নেত্রকোনার কলমাকান্দায় বুধবার বিকালে নিখোঁজের পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রহমত আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ডেইটাখালী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রহমত উপজেলার চান্দুয়াইল গ্রামের মৃত ছমর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানায়, বুধবার বিকালে রোপন করা বোরো ধানখেত দেখতে যান রহমত। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ডেইটাখালীর ধানখেতের পাশে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। একই সঙ্গে পরিবার খবর পেয়ে লাশটি রহমতের বলে শনাক্ত করে। 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রহমতের পরিবারের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ফসলের মাঠ দেখতে গিয়ে স্টোক করে মৃত্যু হয়েছে তার। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাইছে। 

তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম