Logo
Logo
×

সারাদেশ

গভীর রাতে বিএনপি অফিসে পেট্রলবোমা বিস্ফোরণ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

গভীর রাতে বিএনপি অফিসে পেট্রলবোমা বিস্ফোরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলা বিএনপি কার্যালয় লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসেন। 

পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।

উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। অবিস্ফোরিত চারটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম