Logo
Logo
×

সারাদেশ

চাটখিলে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

চাটখিলে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

নোয়াখালীর চাটখিলে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগান্তর প্রতিনিধি মো. আবু তৈয়বের সভাপতিত্বে ও চাটখিল সাংবাদিক ফোরামের সেক্রেটারি ফারুক ছিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকিব ওসমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ, চাটখিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, চাটখিল উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুনায়েদুর রহমান, চাটখিল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক মহিউদ্দিন বাবু, প্রভাষক ও সাংবাদিক আবুল কালাম আজাদ, ভীমপুর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কাজী মো. ইসমাইল, সাংবাদিক আমান উল্যা, ইয়াছিন চৌধুরী, মো. হাছান, আনোয়ারুল আজিম, জিএস শাকিল প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি আকিব ওসমান অতিথিদের নিয়ে যুগান্তরের রজতজয়ন্তীর কেক কাটেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম