Logo
Logo
×

সারাদেশ

বাড়িতে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

বাড়িতে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা ঋষিপাড়া এলাকার পিকলু দাসের বাড়ি থেকে তার স্ত্রী প্রিয়া দাসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। এ সময় বাড়িতে প্রিয়া দাস একাই ছিলেন।

পিকলু দাসসহ অন্য সদস্যরা হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি অনুষ্ঠান থাকায় সোমবার ভোরবেলা থেকে পাগলা শিবমন্দিরে ছিলেন।

উদ্ধারের পর প্রিয়া দাস জানান, ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে তার হাত-পা বেঁধে লুটপাট চালিয়েছে। ডাকাতরা আলমারির ড্রয়ার ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ১২ হাজার টাকা লুট করে পালিয়েছে।

তবে স্ত্রীর ভাষ্যকে নাটক বলছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। প্রিয়া দাসের স্বামী পিকলু দাস বলেন, স্থানীয় অন্তর নামে এক যুবকের সঙ্গে প্রিয়ার অবৈধ সম্পর্ক রয়েছে। বাড়ি খালি পেয়ে অন্তরের সহযোগিতায় প্রিয়া ডাকাতির নাটক সাজিয়েছে। অন্তর বাড়িতে ঢুকে প্রিয়ার সহযোগিতায় স্বর্ণালংকার ও টাকা তুলে দেয়। এরপর অন্তর প্রিয়ার হাত-বেঁধে চলে যায়। অন্তর যাওয়ার পর প্রিয়া চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন।

পিকলু দাসের চাচাতো ভাই মন্টি দাস বলেন, বৌদির চিৎকার শুনে আমরা গিয়ে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন জাজিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা। পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়াকে সন্দেহ করছে। তার সঙ্গে অন্য কারো পরকীয়া সম্পর্ক আছে। টাকা-পয়সা স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম