Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গাবালীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

রাঙ্গাবালীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার)  জাহিদুল ইসলামের বিরুদ্ধে তরমুজ পরিবহণে বাধা দিয়ে চাষিদের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় তরমুজ চাষিদের অভিযোগ, পরিবহণের সুবিধার্থে চলতি মৌসুমে ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের তরমুজ চাষিরা অস্থায়ী একটি ঘাট করে নৌপথে তরমুজ বাজারজাত শুরু করেন; কিন্তু মঙ্গলবার দুপুরে ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম গিয়ে ওই ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে বাধা দেন চাষিদের। সেই সঙ্গে এ ঘাট সংলগ্ন তার নিয়ন্ত্রণাধীন খাস কালেকশনের হাসিল আদায় করা আরেকটি ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে চাপ প্রয়োগ করেন। তার কথা মেনে না নিলে আইনি ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন। একপর্যায় চাষিদের সুবিধামতো ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে হলে ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী জাহিদুল এক লাখ টাকা চাঁদা দাবি করেন। 

এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন অস্থায়ী ঘাটে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন তরমুজ চাষিরা। 

কর্মসূচিতে গহিনখালী গ্রামের তরমুজ চাষি বশির উদ্দিন বলেন, খাল ভরাট হয়ে যাওয়ায় আমরা আমাদের সুবিধার্থে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে এখানে ঘাট করে তরমুজ বাজারজাত করি। কিন্তু জাহিদ তহশিলদার এসে আমাদের এখান থেকে তরমুজ পরিবহণ করতে নিষেধ করেন। এখান থেকে তরমুজ পরিবহণ করতে হলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে তাকে। এছাড়া কৃষকদের মামলা দেওয়ার হুমকিও দিয়েছেন তহশিলদার।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক তরমুজ চাষি জানান, তাদের সুবিধামতো যেখানে ভালো হয়, সেখান থেকে তরমুজ পরিবহণ করবে। কিন্তু তহশিলদার কাউকে নির্দিষ্ট ঘাট থেকে তরমুজ পরিবহণ করতে চাপ দিতে পারে না। এটা অন্যায়, এটা জুলুম।      

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, গহিনখালী একটি বিআইডব্লিউটিএর ঘাট এবং উপজেলা প্রশাসনের আরেকটি ঘাট আছে। মাঝখানে একটি সিন্ডিকেট নতুন করে একটা ঘাট বসিয়েছে। এই ঘাটে বাধা দেওয়ার জন্য আমি গিয়েছি। বলেছি নতুন করে এই ঘাট আপনারা করতে পারবেন না। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। কোনো কৃষক লিখিত অভিযোগ করলে উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম