Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ জনকে বহিষ্কার, শোকজ ২

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ জনকে বহিষ্কার, শোকজ ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিবসহ ২ জনকে শোকজ ও ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সংগঠনের অফিসিয়াল প্যাডে লিখিত এ সিদ্ধান্ত ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। 

লিখিত প্যাডে উল্লেখ করা হয়েছে- সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান ও যুগ্ম-আহবায়ক কাজল হোসেনকে শোকজ নোটিশ দেওয়া হয়। যার জবাব ৩ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

এছাড়া সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে উপজেলা আহবায়ক কমিটির সংগঠক আতিকুল হাসান আসিফ, সদস্য রায়হান হোসেন, আপন ও রাজু আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব সাকিব হোসেন সাব্বির ও সদস্য রাতুল রায়হানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। 

যুগ্ম সদস্য সচিব সাকিব হোসেন সাব্বির জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম এমন একটি পোস্ট  ফেসবুকে দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জেলা নেতারা আমাকে বহিষ্কার করেছেন। অনাকাঙ্ক্ষিত এমন ভুলের জন্য জেলা নেতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। 

উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান জানান, তার বাবার রাজনৈতিক ঝামেলার কারণে কিছু মিথ্যা তথ্য জেলা কমিটির কাছে দেওয়ায় তাকে ৩ দিনের জন্য শোকজ করা হয়েছে। এ বিষয়ে  একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে শুনেছেন। তদন্তে যদি অপরাধী প্রমাণিত হন তাহলে সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি সেটা মেনে নিবেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলার বেশ কয়েকজন স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পরে সন্ধ্যায় জেলা কমিটি থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান জানান, জেলা নেতারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমাকে পূর্ব থেকে কোনো নোটিশ করা হয়নি। 

বিষয়টি জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সম্ভব হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম