Logo
Logo
×

সারাদেশ

ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবার জন্য ক্ষমতায় আসবে: জামায়াত সেক্রেটারি

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবার জন্য ক্ষমতায় আসবে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবার জন্য ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতায় আসতে সব দলের ঐক্যবদ্ধ হতে যদি কোনো সিট আমাদের ছেড়ে দিতে হয়, সেটা যদি জামায়াতে ইসলামীর আমিরের আসনটিও ছেড়ে দিতে হয়- সেটিও তিনি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছেন। 

বুধবার  দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরগুনা টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনার ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়ে সংস্কারের জন্য যোগ্য অন্তর্বর্তী সরকার পেয়েছি। সংস্কার শেষে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই বাংলাদেশ জামায়েতে ইসলামী বাংলাদেশের মানুষের সেবা করবে ইনশাআল্লাহ। 

‘মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ায়ালার সন্তুষ্টি লাভ করা’ স্লোগান দিয়ে বরগুনায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গ্রামগঞ্জ ও শহরসহ প্রান্তিক এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। 

জেলা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়েতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুনের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন সঞ্চালনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাশের সদস্য একেএম ফখরুদ্দীন খান রাযী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (দক্ষিণ) মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা. সুলতান আহমেদ।  উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিয়া গোলাম পরওয়ার সবার উদ্দেশে বলেন, প্রথমেই স্মরণ করছি যেসব শিক্ষার্থীদের বিপ্লবী জীবনের বিনিময়ে আজকের বরগুনায় এতো বড় কর্মী সম্মেলনে দাঁড়িয়ে কথা বলছি। তাদের রুহের মাগফিরাত কামনা ও পরিবার পরিজনের জন্য শান্তি কামনা করেন তিনি।

জামায়েতের সেক্রেটারি বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বরগুনার দুটি আসনের বরগুনা-১ এর অধ্যক্ষ মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুন ও বরগুনা-২ আসনে ডা. সুলতান আহমেদকে উপহার হিসেবে দিয়ে গেলাম। আপনারা দুজনকে দেখেশুনে রাখবেন। 

তিনি বলেন, সব দল দেখেছেন- কে কেমন। এবার সাধারণ মানুষ চায় ইসলাম ক্ষমতায় আসুক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জানমালসহ সবকিছুর নিরাপত্তায় থাকবে বাংলাদেশের মানুষ। বরগুনার পায়রা ও বিশখালী দুটি বড় নদীর উপরে ব্রিজ হবে। উপকূলীয় জেলা বরগুনাসহ সব জেলার উন্নয়নের চিত্র পালটে যাবে তখন ইনশাআল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম