Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ৬০৪ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

ফরিদপুরে ৬০৪ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য গঠিত কমিটির সদস্য সচিব সোহেল রানা। 

সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৬০৪ সদস্যবিশিষ্ট কমিটিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলামকে আহ্বায়ক ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন মো. আশরাফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আশিক আহম্মেদ নূর ও যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী তাহসিন চৌধুরীকে।

মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান ও সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিম ইসলাম। 

নতুন কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম বলেন, ছয় মাসের জন্য আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করব। যারা বাদ পড়েছেন, তাদের এসব কমিটিতে রাখা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম