Logo
Logo
×

সারাদেশ

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত জাকির হোসেন কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ছিলেন। তিনি চৈতরপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দেওপাড়া এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের সেন্ট্রাল ভেহিকেল ওয়ার্কশপ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গাড়িবোঝাই করে ওয়েস্টেজ মালামাল বের করা হচ্ছিল। সেই সময় জাকির হোসেনের নেতৃত্বে তার দুই ভাই সোহরাব ও রাজিব এতে বাধা দেয়। একপর্যায়ে তারা গাড়িচালককে মারধর শুরু করে।

ওই সময় ওয়ার্কশপের দুজন নিরাপত্তাকর্মী ও একজন জুনিয়র কর্মকর্তা চালককে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়।

পরবর্তীতে রাতে পৌর বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাকির হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। 

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ও দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। দল তার কোনো অপকর্মের দায়ভার নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী দল কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম