Logo
Logo
×

সারাদেশ

জুলাই আন্দোলনেও যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করেছে

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

জুলাই আন্দোলনেও যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করেছে

পাঠকনন্দিত যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে গাজীপুরে কালীগঞ্জে বুধবার বিকালে স্মার্ট ফার্মাস এগ্রো অ্যান্ড ডেইরি ইকো রিসোর্টে কেক কাটা হয়েছে। যুগান্তরের কালীগঞ্জ, কাপাসিয়া ও পূবাইল   প্রতিনিধির আয়োজনে এ উৎসব পালন করা হয়েছে।

যুগান্তর প্রতিনিধি আব্দুল গাফফারের সঞ্চালনায় ও ঢাকা এভার কেয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগান্তর পূবাইল প্রতিনিধি এমএ সালাম শান্ত, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু, থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো শাহ আলম প্রধান, থানা যুবদলের আহ্বায়ক সদস্য জাকির হোসেন মোল্লা, যুগান্তর কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম খান ও যুবদল নেতা ফারুক খান প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসবে অংশ নিয়ে দেশের বহুল প্রচারিত পাঠকপ্রিয় যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগান্তর ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। গত জুলাই আন্দোলনেও যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যুগান্তরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত থাকবে বলে আলোচকরা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, যুগান্তর মানেই পাঠকের আস্থার নাম। অবিচল আস্থার প্রতীক। ফলে ২৫ বছর ধরে যুগান্তর পাঠকের মনে আলাদা স্থান দখল করে রেখেছে। এটা প্রমাণিত। সর্বশেষ প্রমাণিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। যুগান্তর প্রমাণ করেছে পাঠকের আস্থার জায়গাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম