Logo
Logo
×

সারাদেশ

ছিনতাইকারীর দায়ের কোপে আহত ব্যবসায়ীর মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

ছিনতাইকারীর দায়ের কোপে আহত ব্যবসায়ীর মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

বগুড়ায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সদরের সাবগ্রাম হাটের ব্যবসায়ী আনিসুর রহমান (৫৬) অবশেষে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে বুধবার দাফন করেছেন। এ ব্যাপারে মামলাও করেননি।

বুধবার বিকালে নিহতের বড় ভাই আবদুল ওয়াহাব জানান, তারা নিজেরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন। কাউকে শনাক্ত করতে পারলে তখন হত্যা মামলা করবেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, হাসপাতাল থেকে কোনো সংবাদ না পাওয়ায় তারা মরদেহ মর্গে পাঠাতে পারেননি। এছাড়া এ ব্যাপারে মামলা করতে বললে স্বজনরা রাজি হয়নি।

স্থানীয় জনগণ ও স্বজনরা জানান, নিহত আনিসুর রহমান বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ার ছইম উদ্দিনের ছেলে। সাবগ্রাম হাটে তার মুদি দোকান আছে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দক্ষিণপাড়ায় বাড়ির কাছে পৌঁছলে ৩-৪ জনের একদল ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা আনিসুরের মাথায় ধারালো অস্ত্রের ২-৩টি আঘাত করে কাছে থাকা পৌনে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার উন্নতি না হলে দুদিন আগে তাকে আবারো বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আনিসুর রহমানের মৃত্যুতে সাবগ্রাম হাটের ব্যবসায়ী ও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

সাবগ্রাম হাটের ব্যবসায়ী নেতা ও নিহতের বড় ভাই আবদুল ওয়াহাব জানান, ছিনতাইকারীরা তার ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে পৌনে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। বাইকটি পুরাতন হওয়ায় তারা সেটা নেয়নি। তার ভাই অচেতন থাকায় হামলাকারীদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেননি। তাই তারা পরিবার থেকে কোনো হত্যা মামলা ও লাশের ময়নাতদন্ত করাননি।

তিনি আরও জানান, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদি কাউকে শনাক্ত করা সম্ভব হয় তাহলে মামলা করবেন। বুধবার বাদ জোহর সাবগ্রাম দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে ব্যবসায়ী আনিসুর রহমানের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, মুদি ব্যবসায়ী আনিসুর রহমান হাটের দোকান থেকে ফেরার পথে বাড়ির কাছে ৩-৪ ছিনতাইকারীর খপ্পরে পড়েন। পেছন থেকে মাথায় আঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। ময়নাতদন্ত ও মামলা ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম