Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনা মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাটডাউন’

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

নেত্রকোনা মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাটডাউন’

স্বাস্থ্য শিক্ষা সংকটে ন্যায্য অধিকারের দাবিতে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা শহিদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন। তারা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

নেত্রকোনা মেডিকেল কলেজে শিক্ষার্থীরা তাদের অস্থায়ী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে অবস্থান নেন।

সেখানে ঘণ্টাখানেক অবস্থানের সময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন- ম্যাটস স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং মেডিকেল শিক্ষার কাঠামোগত অনিয়ম তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ডিপ্লোমা ডিগ্রিধারীদের উচ্চশিক্ষা সুযোগ সীমিত করে দেওয়া, ডাক্তারি নিয়োগে বয়স ৩২ থেকে ৩৪ বছরে উন্নতি না করা এবং মেডিকেল শিক্ষার বেতন বৃদ্ধি এসব সিদ্ধান্তের বিরুদ্ধেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এতে বক্তব্য রাখেন- মেডিকেল কলেজের শিক্ষার্থী উম্মে তাজলিনা বিনতে আসলাম, নিশাত ইমন, তৌহিদ হোসেন প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এ আন্দোলন শুধু নেত্রকোনা মেডিকেল কলেজে নয়, সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ। দাবি আদায় না হলে তারা টানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্দেশে রওনা দেয়। সেখানে তারা সিভিল সার্জন ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি প্রদান করেন বলে জানান শিক্ষার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম