Logo
Logo
×

সারাদেশ

বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৪ জন আটক

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৪ জন আটক

নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় নারীসহ চার অপহরণকারীকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। 

মঙ্গলবার বিকালে উপজেলার ছাতিয়ানগাছা দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাসসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ি গ্রামের শফিউর রহমান, আঁখি খাতুন, শম্পা রেজা ও রাজিবুল ইসলাম।

জানা গেছে, রাজশাহী গোদাগাড়ী এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসেন অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে উঠান। এ সময় ওই কলেজছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং সবাইকে আটক করেন।

কলেজছাত্রী জানান, রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তিনি। কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউর রহমানের (২৬) সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্র ধরে বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকেন শফিউর। একপর্যায়ে বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসেন তিনি। 

তিনি বলেন, মঙ্গলবার বিকালে দুই সহপাঠী বান্ধবী তার বোনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসেন। পরে তাদের বিদায় দিতে সড়কে আসেন ওই ছাত্রী। সেখানে সড়কের অদূরে দাঁড়ানো মাইক্রোবাসে শফিউর রহমানকে দেখে তিনি আর যেতে চাননি। একপর্যায়ে মাইক্রোবাস থেকে শফিউরসহ অন্যরা বের হয়ে এসে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। 

এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং নারী ও শিশুসহ মোট ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তদন্তে অন্যদের সংশ্লিষ্টতা না থাকায় শিশুসহ অন্যদের ছেড়ে দিয়ে মূল অভিযুক্ত শফিউরসহ ৪ জনকে জেলহাজতে পাঠান।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান জানান, মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউর তাকে অপহরণের চেষ্টা চালান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, ৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম