Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছে যুগান্তর ও যমুনা টেলিভিশন

ডা. মাজহারুল আলম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছে যুগান্তর ও যমুনা টেলিভিশন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি আজ বেঁচে থাকলে এ বিজয় অর্জনে সবচেয়ে বেশি খুশি হতেন।

বুধবার দুপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাবে কেক কাটা ও এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে ও স্বজন সমাবেশ গাজীপুরের সভাপতি আমান উল্লাহ এবং সাধারণ সম্পাদক মিলটন খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ভাতিজা ও রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মো. আতাউর রহমান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ৯০-এর ছাত্রনেতা সাবেক ভিপি এম আশরাফ হোসেন টুলু, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, মহানগর জাসাসের আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির রাজু, সাবেক কাউন্সিলর খাইরুল আলম বিএনসি, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাবেক জিএস নাসিমুল ইসলাম মনির, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর বারের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রুহুল আমিন সজিব, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারি বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শফিকুল আলম মিলুসহ পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক দলের ব্যক্তি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম