Logo
Logo
×

সারাদেশ

যুবককে হত্যার পর লাশ পুকুরে নিক্ষেপ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

যুবককে হত্যার পর লাশ পুকুরে নিক্ষেপ

বগুড়ার আদমদীঘিতে আকবর আলী (২৮) নামে এক যুবককে মাথায় আঘাত করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পৌরসভার জোড়াপুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে। 

বিকালে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ভবঘুরে ওই ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আকবর আলী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে। তিনি মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। 

বুধবার সকালে সান্তাহার পৌরসভার জোড়া পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। সান্তাহার জংশন স্টেশনে যাওয়ার পথে কয়েকজন যাত্রী লাশটি দেখে আশপাশের লোকজনকে খবর দেন। তার ডান হাতে ব্যান্ডেজ ছিল। 

আশপাশের লোকজন ও স্বজনরা এসে আকবর আলীর লাশ শনাক্ত করেন। দুপুরে আদমদীঘি থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, নিহত আকবর আলী ভবঘুরে ও মাদকসেবী। স্টেশনের পাশে বাড়ি হওয়ায় তিনি অধিকাংশ সময় সেখানে আড্ডা দিতেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাতে হত্যা করে। এরপর লাশটি জোড়া পুকুরে ফেলে দেয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম