Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

ফতুল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ফতুল্লা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলাটি করেছেন। এতে আসামি করা হয়েছে দুজনকে।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি বিয়ে করেন ভুক্তভোগী ও তার প্রেমিক।  বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় ভুক্তভোগী তরুণী ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকায় বাসা ভাড়া নেন। সেখানেই থাকছিলেন তিনি। আর তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন।

গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীর সঙ্গে দেখা করতে বের হন ওই স্বামী।  এ সময় তাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পূর্বলামাপাড়া এলাকার নাজমুল ও রনি।  এরপর ওই স্বামীর গলায় ছুরি ধরে নির্যাতনের ভিডিও করে।  সেই ভিডিও তরুণীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিক বিষয়টি থানায় জানানো হয়নি। এ জন্য অভিযুক্তরা পালিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম