Logo
Logo
×

সারাদেশ

বামনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

বামনা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

বামনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনার বামনা উপজেলায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার বামনা প্রেস ক্লাব মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বজন সমাবেশের বামনা উপজেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের নেছার উদ্দিন, বামনা প্রেস ক্লাব সভাপতি আবু নাসের গোলাম কিবরিয়া, সহসভাপতি জহিরুল আলম রুমি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, সমাজকল্যাণ সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না, সদস্য মাসুদ রেজা ফয়সাল, প্রদেশ মিস্ত্রি, স্বজন সমাবেশের বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্ মুহাম্মদ শাফী উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুগান্তর সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী পাঠকের অন্তরে অবস্থান তৈরি করে নিয়েছে। আশা করি, আগামী দিনেও যুগান্তর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম