Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার এক

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ এএম

ফতুল্লায় মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার এক

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিপণের দাবীকৃত ৫০হাজার টাকা না পেয়ে বাইজিদ নামে ৯ বছর বয়সের এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর লাশ ইটভাটার ঝোপে ফেলে দেয় অপহরণকারী।

পুলিশ সেই অপহরণকারীকে গ্রেফতার করলে সে হত্যার দায়স্বীকার করে লাশের সন্ধান দেয়। এরপর মঙ্গলবার রাত নয়টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়া এলাকায় অবস্থিত সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভিতর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। 

নিহত বাইজিদ আকন ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ীর ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে।

গ্রেফতারকৃত অপহরণকারী ফেরদৌস আলী (২৯) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাকশ্রী থানার মানিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক ফেরদৌস একই ভাড়া বাড়ীতে পাশাপাশি রুমে বসবাস করতো। সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস বাসা থেকে বের হয়। পরে রাত বারোটার দিকে শিশুর বাবাকে ফেরদৌস ফোন করে জানায় বাইজিদকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। দাবীকৃত টাকা না দিলে শিশু বাইজিদকে হত্যা করার হুমকি দেয়। তখন টাকা দিতে বিলম্ব হওয়ায় ফেরদৌস মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের বাবা একটি নিখোঁজ জিডি করেন।

ওসি আরো জানান, নিখোঁজ জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাতটার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরদৌসকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দাপাইদ্রাকপুর ইটভাটার ঝোপ থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় দড়ি পেঁচানো ছিল। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম