Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেফতার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ এএম

ভাঙ্গায় শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেফতার

ছবি: প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন গ্রেফতার সবুজ হাওলাদার

ভাঙ্গায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

গ্রেফতারের আগে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশির উল্লাহকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া ঐ মামলায় আরো দুই আসামী কম্পিউটার অপারেটর মোঃ বশিরউল্লাহ (২৬) ও স্থানীয় জনি (২৬) পলাতক রয়েছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার এস, আই মোহাম্মদ লোকমান হোসেন।

তিনি আরো জানান, সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রীর বাবা শাহাদাত হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেছেন। মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর বসিরউল্লাহ ওই ছাত্রীকে বিদ্যালয়ের ২য় তলায় কম্পিউটার কক্ষে ডেকে নিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের অপর কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এবং স্থানীয় জনি নামের আরেক এক যুবক নিচে দাঁড়িয়ে পাহারা দেয়।

এ ব্যাপারে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন বলেন, ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশির উল্লাহকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এ ঘটনায় সবুজ হাওলাদারকে পুলিশ আটক করেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম