Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়ন ও শক্তিশালীকরণে অভিজ্ঞতা বিনিময়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ এএম

বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়ন ও শক্তিশালীকরণে অভিজ্ঞতা বিনিময়

ছবি: সংগৃহীত

আইফার্মার প্রবৃদ্ধি-সুইসকনট্যাক্টের সহযোগিতায়, গতকাল বগুড়াতে ভ্যালু চেইন অ্যাক্টর ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিনিধিদের নিয়ে একটি অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে। এই অনুষ্ঠানটি কৃষি-যন্ত্রপাতি প্রস্ততকারক ওয়ার্কশপ, কৃষক এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সংযোগ স্থাপন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

প্রবৃদ্ধি-সুইসকনট্যাক্ট এর অর্থায়নে ৮ মাসব্যাপী এই প্রকল্পটি ‘আইফার্মার এগ্রি-মেশিনারি এক্সপেরিয়েন্স সেন্টার ও বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং খাতের মধ্যে সংযোগ স্থাপন’ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। 

লাইট ইঞ্জিনিয়ারিং খাত স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি-যন্ত্রপাতি সাশ্রয়ী মূল্যে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, অর্থায়নের অভাব, প্রযুক্তিগত দক্ষতার সীমাবদ্ধতা এবং বাজারে প্রবেশের প্রতিবন্ধকতার কারণে দেশের সম্ভাবনাময় এই খাতটি পিছিয়ে পড়ছে।

অনুষ্ঠানে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং কর্মশালাগুলোকে শক্তিশালী করার উপায় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও, অভিজ্ঞতা বিনিময় অধিবেশনে স্থানীয় কৃষক ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিকরা তাদের সফলতার গল্প ও বিভিন্ন উদ্ভূত সমস্যাগুলো তুলে ধরেন এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে আইফার্মার সিইও ফাহাদ ইফাজ বলেন, কৃষি-যন্ত্রপাতি খাত এবং লাইট ইঞ্জিনিয়ারিং কর্মশালার মাধ্যমে কৃষি যন্ত্রপাতির মান উন্নয়ন এবং কৃষকদের সহযোগিতা করাই আমাদের লক্ষ্য, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত করবে।

টেকসই কৃষিযান্ত্রিকীকরণকে সহায়তা করা, স্থানীয় উদ্যোগগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে আইফার্মার আয়োজিত এই অনুষ্ঠানটিতে প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে সরকারি সংস্থা যেমন আরডিএ, বিসিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক, কৃষি-যন্ত্রপাতি অ্যাসোসিয়েশন এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম