Logo
Logo
×

সারাদেশ

দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বললেন ড. বদিউল আলম

Icon

লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ পিএম

দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বললেন ড. বদিউল আলম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে। আজকের ছেলেমেয়েরা তোমরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। দেশ পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লার লাকসাম গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি হিসাবে তিনি এ-সব কথা বলেন। 

ডক্টর বদিউল আলম মজুমদার আরও বলেন, আমি লাকসামের সন্তান, লাকসামে আমার অনেক স্মৃতি রয়েছে। আজকে এই অনুষ্ঠানে সবাইকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি চাই তোমরা তৈরি হয়ে আগামী দিনে দেশের কাণ্ডারি হবে।

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের সার্বিক তত্ত্বাবধান ও শিক্ষিকা বকুল রানী নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ, লাকসাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা এবং সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম