Logo
Logo
×

সারাদেশ

বাঘায় সাবেক মেয়র, চেয়ারম্যানসহ আটক ৮

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

বাঘায় সাবেক মেয়র, চেয়ারম্যানসহ আটক ৮

রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক মেয়র, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, যুবলীগ নেতাসহ ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মনিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, যুবলীগ নেতা কবির হোসেন, জহুরুল ইসলাম রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরণ মামলায় জামিনের জন্য আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। 

অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেনকে গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট শিমুলতলা এলাকা থেকে আটক করা হয়েছে।

তারা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে আটক হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ অভিযোগে নামজুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই মামলায় সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, আজিজুল আযম, মুক্তার আলীসহ ৭ জন জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম