Logo
Logo
×

সারাদেশ

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ৭১ ও ২৪-এর আন্দোলনে সব শহিদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে আগত নতুন দলকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। কয়েক দিন ধরে আমরা শুনছি শুধু শুক্রবার আসছে, শুক্রবার আসছে। আপনারা আসেন, আমাদের কোনো সমস্যা নেই। দলের মেনুফেস্ট নিয়ে কর্মসূচি দেন, মানুষের কাছে যান, মানুষের সমর্থনের জন্য অপেক্ষা করুন। তার আগেই ক্ষমতার জোরে তুড়ি মেরে কাউকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে বিকাল তিনটায় অনুষ্ঠিত এ সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া।

সমাবেশে আলাল বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন নির্বাচন। বিএনপিকে ঠেকানোর জন্য  দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই নিজেদের মধ্যে হানাহানি, দ্বন্দ্ব ও কোন্দল বন্ধ করে আগামী নির্বাচনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি লড়তে জানে, গড়তে জানে। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জন্য লড়েছেন, এ দেশকে গড়েছেন। চেয়ারপারসন খালেদা জিয়াও এ দেশের জন্য লড়েছেন এবং এ দেশকে গড়েছেন। ধ্বংসপ্রাপ্ত এ দেশকে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গড়তে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন,  প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা হাসান মামুন, সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক হোসেন তালুকদার, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম