Logo
Logo
×

সারাদেশ

যুবলীগের সাবেক নেতা আটক, দুর্গাপুর থানায় বিশৃঙ্খলা

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

যুবলীগের সাবেক নেতা আটক, দুর্গাপুর থানায় বিশৃঙ্খলা

নেত্রকোনার দুর্গাপুরে ওয়ার্ড যুবলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানায় যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গাপুর শাখার নেতাকর্মীরা। এমন খবর পেয়ে বিশৃঙ্খলা এড়াতে থানা ফটক ঘেরাও করে রাখে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। তবে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। 

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম কামাল হোসাইন (৩৮)। তার বাড়ি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকায়। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের ছেলে এবং আওয়ামী যুবলীগের ওয়ার্ড কমিটির নেতা বলে দাবি বিএনপি নেতাকর্মীরা।

অপরদিকে গ্রেফতারকৃত কামাল হোসাইন ইসলামী আন্দোলন দুর্গাপুর শাখার সদস্য বলে দাবি করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। 

জানা গেছে, সোমবার গভীর রাতে কামাল হোসাইন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে ইসলামী আন্দোলনের ২০-২৫ জন নেতাকর্মী আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে আনবে বলে থানায় যায়, এরপরই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলা এড়াতে থানা ফটক ঘেরাও করে রাখেন।

ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, কামাল হোসাইন আমাদের রেজিস্টারভুক্ত সদস্য। আওয়ামী লীগের নির্বাচনি সভায় কামালের ছবি দেখে তাকে আটক করা হয়েছে। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন মাস্টার বলেন, কামাল হোসাইন ওয়ার্ড যুবলীগের নেতা। তাকে ছাড়িয়ে নিতে ইসলামী আন্দোলন দুর্গাপুর শাখার নেতাকর্মীরা থানায় গিয়ে হট্টগোল করবে- এমন সংবাদে দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান করি। পরবর্তীতে তাকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে যান ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। 

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, সোমবার রাতে ওয়ার্ড যুবলীগের নেতা কামাল হোসাইনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ছাড়িয়ে নিতে ইসলামী আন্দোলন দুর্গাপুর শাখার নেতাকর্মীরা থানায় আসেন। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির নেতাকর্মীরা থানা ফটকের সামনে অবস্থান নেন। যুবলীগের রাজনীতির সঙ্গে কামাল হোসেন জড়িত থাকার প্রমাণ পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা চলে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম