Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ করে সৌদি পালাচ্ছিলেন প্রধান আসামি, বিমানবন্দরে গ্রেফতার

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

ধর্ষণ করে সৌদি পালাচ্ছিলেন প্রধান আসামি, বিমানবন্দরে গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ৬০ লাখ টাকা আদায় করেন হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী। এ ঘটনায় দায়ের করা হয় ধর্ষণ মামলা।

সৌদি আরবে পালানোর সময় এ মামলার প্রধান আসামি হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে (৩০) চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র কপালীর নেতৃত্বে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে থাকা গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও সংরক্ষিত ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন মিয়াজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী কাছারী পুকুর গ্রামের মিয়াজী বাড়ির রফিকুল ইসলাম মিয়াজীর ছেলে।

ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিদেশে পালানোর চেষ্টাকালে ধর্ষণ মামলার আসামি হারুনুর রশিদ হারুন মিয়াজীকে গ্রেফতার করা হয়। হারুনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় গত ৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকালে তার কাছ থেকে পাসপোর্ট, টিকিট, মোবাইল ফোন ও কাপড়ভর্তি একটি ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতোপূর্বে এ মামলার ২নং আসামি জাকির হোসেন শুভকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি বায়েজিদ আকন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম