Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ভাইয়ের বিরুদ্ধে বোনের বাড়ি দখলের অভিযোগ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

টঙ্গীতে ভাইয়ের বিরুদ্ধে বোনের বাড়ি দখলের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে আপন ভাই হানিফ মাহমুদ কালুর (৪৬) বিরুদ্ধে বোনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। পাগাড় সালামের আটারকল সংলগ্ন জৈমত খান রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি তাছলিমা আক্তার লিলি মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ করেছেন। 

তাছলিমা আক্তার লিলি জানান, গত দুই বছর আগে তার আপন ভাই হানিফ মাহমুদ কালু ভাড়াটিয়া হিসেবে তার বাসায় উঠেন। প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাড়ায় বাসায় উঠে ৩ লাখ ৬০ হাজার টাকা বকেয়া রেখে দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে হানিফ মাহমুদ কালু, তারেক, রাসেল হোসাইন, জোবাইদা বেগম ও হুমায়রা আক্তার জোরপূর্বক বাড়িটি দখলের পাঁয়তারা চালান। এতে তিনি বাধা দিলে গত সোমবার সকালে বাসায় গিয়ে তাকেসহ তার স্বামীকে অপহরণ ও ছেলে-সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

অভিযুক্ত হানিফ মাহমুদ কালুর সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম