Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে শহিদ জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

গাজীপুরে শহিদ জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

গাজীপুর সদর কাউতিয়া এলাকায় শহিদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কাউতিয়া কারখানা বাজার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। শহিদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়।

এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ নিয়ে মরহুম বাবুর আলী স্মৃতি সংঘ বনাম দেওয়ান ফুটবল একাদশ ফাইনালে গেলে ০-৩ গোলে মরহুম বাবুর আলী স্মৃতি সংঘ বিজয়ী হন। বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম